প্যারিস অলিম্পিক ডাইভিংয়ে মেয়েদের ১০ মিটার প্লাটফর্ম ইভেন্টে সোনা জিতেছেন চীনা অ্যাথলেট কুয়াং হংচান। যার বয়স মাত্র ১৭ বছর। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি।
কুয়াং ৪২৫.৬০ পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন। সপ্তাহখানেক আগে ওয়াই চেনের সঙ্গে জুটি বেঁধে সিনক্রোনাইজড ১০ মিটার প্লাটফর্ম ইভেন্টেও স্বর্ণপদক জিতেছিলেন এই অ্যাথলেট।
১০ মিটার প্লাটফর্ম ইভেন্টে রুপা জিতেছেন চীনের ওয়াই চেন। ব্রোঞ্জ গেছে উত্তর কোরিয়ার কিম মির ঝুলিতে। ব্যক্তিগত ডাইভিং ইভেন্টে এটাই প্রথম অলিম্পিক পদক উত্তর কোরিয়ার। ২৩ বছর বয়সি কিম মি সিনক্রোনাইজড ১০ মিটার প্লাটফর্মে রুপা জিতেছিলেন।
এই মুহূর্তে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার দেশটি ২৪টি স্বর্ণ, ৩১টি রৌপ্য ও ৩১টি ব্রোঞ্জপদকসহ মোট ৮৬টি পদক জিতেছে। পদক তালিকার দ্বিতীয় স্থানে চীন। ২২টি স্বর্ণের পাশাপাশি ২১টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ পেয়েছে সবমিলিয়ে ৫৯ পদক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :