AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসিকে নিয়ে সুখবর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২০ পিএম, ৮ আগস্ট, ২০২৪
মেসিকে নিয়ে সুখবর

কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে বিপদে পড়তে হয়নি। লাউতারো মার্তিনেজের গোলে শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।  

এদিকে ইনজুরির পর তিন সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত লিও মেসিকে মাঠে দেখা যায়নি। এমনকি ক্লাবের সঙ্গে অনুশীলনেও নেই লা পুলগা। পুনর্বাসন চলছে এটুকু খবরই এতদিন তার দলকে জানানো হয়েছিল। যদিও এমন ইনজুরির কারণে সাধারণত দুই থেকে তিন মাসের পুনর্বাসনের প্রয়োজন হয়।

এরই মাঝে মেসিকে নিয়ে পাওয়া গেছে সুখবর। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো রোববাবের লিগ কাপের ম্যাচ উপলক্ষ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই জানালেন মেসির জিম সেশন শুরুর কথা। পায়ের ব্যাথা এবং ফোলা কমে যাওয়ার পর গতকাল থেকেই জিমে যাওয়া শুরু করেছেন তিনি।

টাটা মার্টিনো বলেন, ‘লিও ঠিক আছে। এখনো জিমে আছে। প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে। আমরা পুনর্বাসনের যে সময়টা ধরে রেখেছি সে ওটার মধ্যেই ফিরতে পারে।’ লিওনেল মেসির পুরোপুরি সুস্থতার জন্য অন্তত ৪ থেকে ৬ সপ্তাহের কথা বলা হয়েছিল ইন্টার মায়ামির পক্ষ থেকে। সে হিসেবে আরও বেশ খানিকটা সময় মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে মেসির জন্য শুধু ইন্টার মায়ামিই নয়, অপেক্ষা করছে তার দেশ আর্জেন্টিনাও। সেপ্টেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বের সূচিতে দুইটি ম্যাচ রয়েছে আলবিসেলেস্তেদের। ৫ সেপ্টেম্বর চিলি এবং ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে স্কোয়াড ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির অপেক্ষায় থাকবে আলবিসেলেস্তেরা।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!