AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রো-কাবাডির নিলামে বাংলাদেশের ৯ খেলোয়াড়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২৭ পিএম, ৮ আগস্ট, ২০২৪
প্রো-কাবাডির নিলামে বাংলাদেশের ৯ খেলোয়াড়

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ভারতে অনুষ্ঠিত হয় প্রো-কাবাডি টুর্নামেন্ট। যার ১১তম সিজনের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ আগস্ট। এই নিলামের জন্য বাংলাদেশ থেকে ৯ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে। 

গত জুলাইয়ে নিলামের জন্য আয়োজকরা বাংলাদেশের খেলোয়াড়দের নাম চেয়ে চিঠি দিয়েছে। তারই প্রেক্ষিতে ৯ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

প্রো-কাবাডিতে পাঠানো সেই ৯ খেলোয়াড় হলেন- লেফট রাইডার মিজানুর রহমান, রাইট কর্নার লিটন আলী, রাইট কর্নার ও লেফট রাইডার আরিফ রাব্বানী, লেফট রাইডার শাহ আহমেদ শাহান, লেফট রাইডার ও রাইট কভার শরীফ মিয়া, লেফট কর্নার আসাদুজ্জামান হওলাদার, লেফট কর্নার জুয়েল ইসলাম, রাইট রাইডার ও রাইট কর্নার রবিউল ইসলাম এবং লেফট কভার জিয়াউর রহমান।

সোহাগ জানিয়েছেন, ‘প্রো-কাবাডির আয়োজকরা বরাবরই আমাদের কাছে খেলোয়াড় চেয়ে চিঠি দেয়। দিয়েছিলেন এবারও। তার ভিত্তিতে বিভিন্ন পজিশনের সম্ভাব্য সেরা খেলোয়াড়দের তালিকা পাঠানো হয়েছে। তাদের নিলামে তোলা হবে।’

সবশেষ আসরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রো-কাবাডি খেলেছিলেন লিটন আলী। রাইট কর্নার পজিশনে খেলা এ খেলোয়াড়কে নিলামে ১৩ লাখ রুপিতে দলে টেনেছিল ব্যাঙ্গালুরু।

বাংলাদেশ কাবাডি সংশ্লিষ্টদের আশাবাদ, এবারের আসরে বেশি সংখ্যক খেলোয়াড় সুযোগ পাবেন।ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় টানা চতুর্থ শিরোপা জয়ের পথে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মিজানুর রহমান। এ রাইডার ছাড়াও একাধিক খেলোয়াড় আলো ছড়ান।

আশা করা হচ্ছে, তারা নিলামে বিভিন্ন দলের কর্তকর্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!