AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যানেজার পদে ক্রিকেটার বিথীকে পুনর্বহাল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৫২ পিএম, ৮ আগস্ট, ২০২৪
ম্যানেজার পদে ক্রিকেটার বিথীকে পুনর্বহাল

রংপুর বিভাগে নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে চাকরিতে পুনর্বহাল হয়েছেন সাবেক ক্রিকেটার ও কোচ আরিফা জাহান বিথী। ফেসবুকে এক পোস্ট দিয়ে এ খবরটি নিশ্চিত করেছেন বিথী নিজেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের মাঝে বিস্কুট এবং স্ন্যাকস দেওয়ার কারনে বরখাস্ত হয়েছিলেন বিথী। তবে মর্যাদার সাথে ম্যানেজার হিসাবে আবারও পুনর্বহাল করা হয়েছে তাকে।

ফেসবুক পোস্টে বিথী লিখেন, ‘আলহামদুলিল্লাহ আমাকে রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে সম্মানজনকভাবে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার ফেসবুকের সকলে অনেক সাপোর্ট করেছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি।’

তিনি আরও বলেন, ‘এর আগে ছাত্র আন্দোলনকারীদের এবং শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে সাহায্য করার জন্য আমাকে আমার পদ থেকে বরখাস্ত করা হয়েছিলো। আমাকে কেন বরখাস্ত করা হল জানতে চাইলে তারা বলে, আমি ছাত্র ও আবু সাঈদের পরিবারকে সাহায্য করেছি। ক্রিকেট আমার দ্বিতীয় পরিবার।’ 
ছাত্র গণআন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন রংপুরের আবু সাঈদ।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!