চলমান প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল ১৬ দল নিয়ে। লম্বা শিডিউলের লড়াই শেষে সেটি এখন নেমে এসেছে শেষ দুইয়ে। শুক্রবার প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স ও স্পেন। ম্যাচটি হবে পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। অলিম্পিক ফাইনাল নির্ধারিত সময়ে মীমাংসা না হলে গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না এলে হবে টাইব্রেকার।
জাতীয় দলের পর্যায়ে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। আর ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। যদিও এখানে সেই হিসাব করে লাভ নেই খুব একটা। তাই ফাইনালে পরিষ্কার ফেভারিট বলা যাচ্ছে না কোনো দলকেই। অলিম্পিকে খেলে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল। তবে তিনজন ২৩ বছরের ঊর্ধ্বে খেলতে পারেন।
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ রানার্সআপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন থিয়েরি অঁরি। ফুটবলে এক সময় ফ্রান্সের এই পোস্টার বয় এখন দেশটির অলিম্পিক ফুটবল দলের কোচ। তার কোচিংয়েই ১৯৮৪ সালের পর অলিম্পিকে স্বর্ণ জেতার আশায় আছে ফ্রান্স। প্যারিসে এখন পর্যন্ত হারেনি ফ্রান্স ফুটবল দল।
স্পেনের সামনে ফুটবলে স্বর্ণ জয়ের সুযোগ ৩২ বছর পর। স্পেন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছিল মিসরের কাছে ২-১ গোলে। অবশ্য আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় ওই ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন স্পেনের কোচ।
ফেরমিন লোপেজ স্পেনের হয়ে জিতেছেন ২০২৪ ইউরো। লোপেজ প্যারিস অলিম্পিকে গোল করেছেন চারটি। লোপেজ বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে আমাদের জয় পেতে হবে। কারণ আমরা স্বর্ণপদক জিততে চাই।’ ২০২১ অলিম্পিকে পুরুষ ফুটবলে স্পেন জিতেছিল রুপা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :