AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহম্মদ সিরাজ এবার কিনে ফেললেন নিজের ‍‍`ড্রিম কার‍‍`


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২৪ পিএম, ১১ আগস্ট, ২০২৪
মহম্মদ সিরাজ এবার কিনে ফেললেন নিজের ‍‍`ড্রিম কার‍‍`

মহম্মদ সিরাজের গ্যারাজে বিলাসবহুল গাড়ি রয়েছে একাধিক। এবার টি-২০ বিশ্বকাপ জয়ের পরে টিম ইন্ডিয়ার তারকা পেসার কিনে ফেললেন নতুন একটি ল্যান্ড রোভার, যেটিকে সোশ্যল মিডিয়ায় তিনি নিজের ‘ড্রিম কার’ হিসেবে উল্লেখ করেছেন।

যদিও সিরাজ এটাও জানিয়েছেন যে, নিজের জন্য নয়, বরং পরিবারের জন্যই এই গাড়িটি কিনলেন তিনি। নিজের স্বপ্নের গাড়ি কেনার সামর্থ দেওয়ার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতাও জানিয়েছেন সিরাজ।

বিশ্বকাপের পরে কয়েক দিনের বিশ্রাম শেষে ভারতীয় দল উড়ে যায় শ্রীলঙ্কা সফরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের রেকর্ড দুর্দান্ত। তবে এবার ওয়ান ডে সিরিজে সুনাম অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি সিরাজ। শ্রীলঙ্কা সফর থেকে বাড়ি ফিরেই সিরাজ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন খুশির মুহূর্তের ছবি।

রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন গাড়ি কেনার খবর শেয়ার করেন সিরাজ। গাড়িটির সঙ্গে নিজের পরিবারের সদস্যদের ছবিও পোস্ট করেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রামের ক্যাপশনে সিরাজ লেখেন, ‘আপনার স্বপ্নের কোনও সীমা হয় না। এই স্বপ্নই আপনাকে কঠোর পরিশ্রম করতে এবং আরও বেশি কিছু অর্জন করার প্রেরণা জোগায়।’

সিরাজ আরও লেখেন, ‘ধারাবাহিক প্রচেষ্টাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবান, উনি আমাকে পরিবারের জন্য এই স্বপ্নের গাড়িটি কেনার সামর্থ ও আশীর্বাদ দিয়েছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি যা চান, তা নিশ্চিতভাবেই অর্জন করতে পারেন।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই তেলেঙ্গানা সরকার মহম্মদ সিরাজকে নতুন বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতোই গত শুক্রবার সরকারি তরফে ৬০০ বর্গ গজ জমি চিহ্নিত করা হয় টিম ইন্ডিয়ার তারকা পেসারের জন্য। শেকপেত ভিলেজের জুবিলি হিলসে ৭৮ নম্বর রোডে অবস্থিত এই জমিটি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!