আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারত। লম্বা সময়ের জন্য বিশ্রাম পাওয়া পেসার জাসপ্রীত বুমরাহ সিরিজে খেলবেন না। অস্ট্রেলিয়ায় পাঁচটিসহ আগামী চার মাসে ১০টি টেস্ট ম্যাচ থাকায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে না খেলানোর সিদ্ধান্ত এসেছে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন গোড়ালির চোটে মাঠ থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ শামি টাইগারদের সঙ্গে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। স্পিননির্ভর উইকেটে খেলার সম্ভাবনা থাকায় বুমরাহকে টিম টাইগার্সের সঙ্গে না খেলানোর পরিকল্পনা নেয়া হয়। বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু হবে।
বিসিসিআই নির্বাচকদের পরামর্শের পরে আসন্ন ঘরোয়া মৌসুমে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন ব্যাটার ইশান কিষাণ। ঝাড়খণ্ড রাজ্য দলের ২৫ জনের স্কোয়াডে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। এরপরেই তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকছে।চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে ইশান কিষাণকে বাদ দেওয়া হয়। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে তার নাম রাখা হয়নি। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বার্তা দিয়েছিলেন, ক্রিকেটাররা যখন জাতীয় দলের হয়ে খেলছেন না তখন সব খেলোয়াড়দেরই তাদের নিজ নিজ রাজ্যের হয়ে খেলা উচিত।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দিলীপ ট্রফিতে সকল ক্রিকেটারকে খেলাতে চাইছে বিসিসিআইয়ের সিনিয়র নির্বাচক কমিটি । টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও এবার আসরটি খেলতে দেখা যেতে পারে। শুভমন গিল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবকে দিলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :