ম্যানচেস্টার সিটি থেকে স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে ৮৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ।এক বিবৃতিতে এ্যাথলেটিকো জানিয়েছে, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের ব্যপারে ম্যানচেস্টার সিটির সাথে সমঝোতা হয়েছে। আগামী ছয় মৌসুমের জন্য আলভারেজ আমাদের দলের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন।’
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমে দাবী আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জন্য এ্যাথলেটিকো ৭৫ মিলিয়ন ইউরো ব্যয় করবে। সাথে সম্ভাব্য বোনাস হিসেবে আরো ১০ মিলিয়ন ইউরো রয়েছে।
২৪ বছর বয়সী আলভারেজ ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১৪ মিলিয়ন পাউন্ডের সিটিতে যোগ দিয়েছিলেন। এই দুই বছরে দুটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ^কাপ শিরোপা জয়ে অনবদ্য অবদান রেখেছেন আলভারেজ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
সিটির ক্লাব ওয়েবসাইটে এ সম্পর্কে আলভারেজ বলেছেন, ‘দুর্দান্ত একটি ক্লাবকে আজ আমি বিদায় জানাচ্ছি। এখানে অনেক আবেগ জড়িয়ে আছে। এই দুই বছর ছিল আমার জীবনের বিশেষ দুটি বছর। এ সময়ের মধ্যে আমি নিজেকে পরিনত করেছি, অনেক কিছু শিখেছি। একজন খেলোয়াড় ও একইসাথে একজন ব্যক্তি হিসেবে নিজের উন্নতির চেষ্টা করেছি।’
সব ধরনের প্রতিযোগিতায় সিটির হয়ে আলভারেজ ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছেন।ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা গত সপ্তাহে বলেছেন, ‘ ভাল বহারের কারনে দলের সবাই তাকে পছন্দ করতো। কিন্তু আমি প্রায়ই অনেক খেলোয়াড়কে বলেছি সে নতুন চ্যালেঞ্জ নেবার জন্য ক্লাব ছাড়তে চায়।’
দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আলভারেজ ছাড়াও রবিন লি নরমান্ড ও আলেক্সান্দার সোরলোথকে দলে ভিড়িয়েছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাথে আবারো লড়াইয়ে ফিরে আসার জন্যই এ্যাথলেটিকো নিজেদের দলীয় শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে। গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে এ্যাথলেটিকো লিগ শেষ করেছিল।
আগামী ১৯ আগস্ট ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে এ্যাথলেটিকো লা-লিগায় তাদের নতুন মিশন শুরু করতে যাচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :