অস্ট্রেলিয়ায় টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সেখানে চলমান ৯ দলের টপ এন্ড সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচেই হেরেছে আফিফ-তানজিদরা।গত পরশু তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ এইচপি দল। আজ (১৪ আগস্ট) অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরেছে এইচপি।
অস্ট্রেলিয়ার ডারউইনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রান তোলে এইচপি দল। ছোট লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটারদের। ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি দলের সেই পুরোনো চেহারা। শুরু থেকেই উইকেট দিতে থাকে তারা। ৩.৫ ওভারে স্কোরবোর্ডে ২৩ রান জমা করতেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
মিডল অর্ডারে খুব একটা ভাল করতে পারছেন না আফিফ হোসেন। সিরিজের প্রথম ম্যাচে তিনি আউট হয়েছেন শূন্য রানে। পরের ম্যাচে ১০ ও আজকের ম্যাচে করেছেন ২ রান।
শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন পারভেজ। তবে আজকের ম্যাচে আউট হয়েছেন মাত্র ৮ রান করে। প্রথম ম্যাচে মেলবোর্নের বিপক্ষে ৬৯ ও দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন ৩৯ রানে।
অন্যদিকে টানা তিন ম্যাচেই ব্যর্থ ওপেনার তানজিদ হাসান। শুরুর দিকে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরে সেই বিপর্যয় সামাল দেন আকবর ও শামীম হোসেন। আকবর ৩৫ বলে ৩৬ ও শামীম হোসেন করেন ৩২ বলে ৪২ রান।
শেষদিকে মাহফুজুর রহমানের ব্যাট থেকে আসে ৭ বলে ১৬ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪৭ রান তুলতে পারে। লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদে একাই শাসন করেছেন অ্যাডিলেডের ওপেনার উইন্টার।
৫৪ বলে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন উইন্টার। পরে হেসেখেলেই ৮ উইকেটের জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রিপন মণ্ডল ও আবু হায়দার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :