আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। নতুন চেহারায় প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হতে যাচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন পাঁচজন নতুন কোচ।এখন পর্যন্ত নতুন খেলোয়াড়দের দলে ভেড়াতে ইংলিশ ক্লাবগুলোর মোট ১৬০ কোটি ডলার খরচ হয়েছে। এবারের লিগে দেখা যাবে নতুন অফসাইড প্রযুক্তি এবং হালনাগাদ হয়েছে আর্থিক নীতি। সূচি প্রণয়নেও এসেছে পরিবর্তন।
২০ দলের এই লিগে মোট পাঁচটি দল নিয়োগ দিয়েছে নতুন কোচ। লিভারপুলের কোচ হিসেবে দলে যোগ দিয়েছেন আর্নে স্লট। এতদিন ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন ইয়ুর্গেন ক্লপ। চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এনজো মারেসকা।
আরেক ইংলিশ ক্লাব ব্রাইটন নতুন কোচ হিসেবে দলে ভিড়িয়েছে ফাবিয়ান উরজেলাকে। ডেভিড ময়েসের জায়গায় ওয়েস্ট হামের কোচ হয়েছেন হুলেন লোপেতেগুই। লেস্টারে মারেসকার জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিভ কুপার।
চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠা দুই ক্লাব সাউদাম্পটনের কোচ রাসেল মার্টিন ও ইপউইচের কোচ কিয়েরান ম্যাকেনার প্রিমিয়ার লিগে কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা নেই।ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এবার প্রিমিয়ার লিগের মোট ২০টি ক্লাব খেলোয়াড় কিনতে এখনও পর্যন্ত খরচ করেছে মোট ১৬০ কোটি ডলার। যা কি না স্পেন, ইতালি ও জার্মানির শীর্ষ লিগের সম্মিলিত খরচের সমান।
তবে এখন পর্যন্ত এবার আলোড়ন ফেলার মতো কোনও দলবদল হয়নি। এবার সবচেয়ে খরুচে দলবদল হয়েছে সোলাঙ্কির টটেনহামে যাওয়া। ৮.৩ কোটি ডলারে বোর্নমাউথ থেকে টটেনহামে যোগ দিয়েছেন ডমিনিক সোলাঙ্কি।
এবারের মৌসুমে অফসাইডে আসছে নতুন প্রযুক্ত। অফসাইডের সিদ্ধান্তগুলো দ্রুত নিতে প্রিমিয়ার লিগে এবারই প্রথম দেখা যাবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। একাধিক ক্যামেরা খেলোয়াড়দের অনুসরণ করবে।
অফসাইডের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশের তথ্য-উপত্তও সংরক্ষণ করা হবে এই প্রযুক্তিতে। কৃতিম বুদ্ধিমত্তার সাহায্যে ত্রিমাত্রিক অফসাইড লাইন আঁকা হবে এবং ভিএআর অফিশিয়ালদের জানিয়ে দেয়া হবে।
ভিএআরে ম্যানুয়ালি সিদ্ধান্ত নিতে যে সময় লাগে, তার চেয়ে প্রায় ৩০ সেকেন্ড সময় কম লাগবে সেমি-অটোমেটেড প্রযুক্তিতে। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ ইউরোতে সেমি-অটোমেটেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
প্রিমিয়ার লিগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অ্যাকাউন্ট খুলেছে, যেখানে রেফারিং ও ভিএআরে বিভিন্ন সিদ্ধান্তের তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া হবে।সর্বশেষ মৌসুমে এভারটন ও নটিংহাম ফরেস্টের দুই পয়েন্ট কাটা হয়েছিল আর্থিক সংগতি নীতি ভঙ্গের কারণে। আসছে মৌসুমটাই বর্তমান আর্থিক নীতির শেষ বছর।
এছাড়া ২০২৫-২৬ মৌসুম থেকে চালু হতে যাওয়া খরচের বিধিনিষেধের দুটি আইনেরও পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোর জন্য দলের খরচ নীতি নতুন নিয়মে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এই নীতিতে ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে মোট আয়ের সর্বোচ্চ ৮৫ শতাংশ খরচ করতে পারবে।দ্বিতীয় নীতির নাম টপ টু বটম অ্যাঙ্করিং অথবা অ্যাঙ্করস সীমা। এই নিয়মে প্রাইজমানি ও টিভি স্বত্ব থেকে পাওয়া অর্থের অনুপাতে খরচ করতে পারবে দলগুলো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :