ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ৫ আগস্টের পর থেকেই অনুপস্থিত। এমন অবস্থায় মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসের সামনে হয়েছে বিক্ষোভ। চলমান পরিস্থিতিতে অক্টোবরে অনুষ্ঠিতব্য নারী টি-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের থাকা বা না থাকা নিয়েও উঠেছে প্রশ্ন।
আগেই খবর বেরিয়েছিল, বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার সেই বিষয়টিই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আইসিসি এরই মাঝে বিশ্বকাপের আয়োজনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন তিনি।
অবশ্য সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই। জয় শাহ’র বক্তব্য, অক্টোবরে নারী টি-২০ বিশ্বকাপ আয়োজনে রাজি নন তিনি।
বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই কর্তা, `বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। আমরা তখনো বর্ষা মৌসুমে থাকতে পারি। আর পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই।`
আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। বিশ্বকাপের আয়োজন বাংলাদেশ থেকে আইসিসি সরিয়ে নিতে চায় তা এখন একপ্রকার নিশ্চিতই হয়ে গেল জয় শাহের এমন বক্তব্যের পরে। আইসিসি প্রাথমিক বিবেচনায় শ্রীলংকা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছিল।
ভারত প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শ্রীলংকা এবং আরব আমিরাত বিশ্বকাপের আয়োজনের জন্য এগিয়ে থাকবে। যদিও ভারতের মতোই একই অবস্থা চলমান শ্রীলংকাতেও। সেখানেও চলছে বৃষ্টির মৌসুম। গেল বছর এশিয়া কাপের সহ-আয়োজক থাকাকালেও বৃষ্টি বাগড়া দিয়েছিল শ্রীলংকায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :