AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৩


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫৮ পিএম, ১৫ আগস্ট, ২০২৪
ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৩

স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়িকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায়  ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আরো একজনকে গ্রেফতারের আশা করছে। প্রাথমিকভাবে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, গ্রেফতারকৃতদের হত্যার চেষ্টার অভিযোগের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে মাতারো থানায় নেয়া হয়েছে। মামলার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুলিশ ভিকটিম এবং সাক্ষীদের জবানবন্দি নেবে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, স্পেনের কাতালুনিয়ার মাতারো অঞ্চলে নিজের পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি। সেখানে কিছু লোকের সঙ্গে আলাপ হয়। তারই একপর্যায়ে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। ঐ ঘটনার ভিডিও ফুটেজ এরই মধ্যে ভাইরাল হয়েছে। এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায়।

ফোর্বস এবং বিইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, আহত হওয়ার পর মুনির নিজেই স্থানীয় হাসপাতালে ছুটে গেছিলেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে প্রাণের সংশয় নেই। এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ।

ফুটবল বিশ্বের নতুন বিষ্ময়বালক লামিনে ইয়ামাল। বার্সায় ১৫ বছর বয়সে অভিষেক ইয়ামালের। নিজের জাত চিনিয়েছেন বার্সেলোনার হয়ে। এরপরেই লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের জার্সিতে নিজেকে মেলে ধরেছেন। জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে হয়েছেন সেরা তরুণ খেলোয়াড়। স্পেনকে এনে দিয়েছেন মহাদেশীয় শিরোপা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!