পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। অন্তত তিন সপ্তাহ মাঠের মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই টাইগার ব্যাটারকে। এবার জানা গেল দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও চোটে পড়েছেন। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে ড্র করে বাংলাদেশ এ দল। বৃষ্টিবিঘ্নিত খেলায় টেস্ট স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নেয়ার চেষ্টা করেন। ম্যাচে আঙুলে চোট পান মুশফিক।
রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে মুশফিক বলেন, ‘আমি নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। প্রথম ইনিংসটা ভালো হয়নি। আঙুলের চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারিনি। আশা করি দ্রুতই সেরে উঠব। ইনশা আল্লাহ প্রথম টেস্টে খেলতে পারবো।’
পর্যাপ্তভাবে নিজেদের ঝালিয়ে নেয়া ও অনুশীলন ঘাটতির কথা স্বীকার করে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘ম্যাচ বৃষ্টির কারণে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। প্রথম দুইদিন আমরা মাত্র একবার নেট সেশন করতে পেরেছিলাম, মোটেও এটা যথেষ্ট নয়।’
‘যদিও ম্যাচের অবস্থা আমাদের পক্ষে ছিল না। আবহাওয়াও খানিকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। পাকিস্তান শাহিনস আসলেই ভালো খেলেছে। বিশেষত উমর আমিন ভাই দারুণ ব্যাটিং করেছেন। নাসিম ভাই, মোহাম্মদ আলী, মীর হামজা ভালো বোলিং করেছেন। এ দলে কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে। আমি নিশ্চিত, তারা এখান থেকে অনেক কিছু শিখেছে।’
‘আমাদের সামনে দুইটা টেস্ট ম্যাচ আছে। এ দলের কয়েকজন টেস্ট স্কোয়াডে সঙ্গে যারা যুক্ত হবে, এখানে খেলতে পারাটা তাদের জন্য সহায়ক হবে। দলের বাকিরা আসার আগে আমরা এখানে কয়েকটা সেশন করতে পেরেছিলাম। আশা করি আমাদের এটি উপকারে আসবে।’
আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে ঐ টেস্টের পুরো পাঁচ দিন খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচের পাঁচ দিনই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পুরো টেস্টই পণ্ড হয়ে যেতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :