AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার লিগে খেলবেন না রশিদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৮ পিএম, ১৯ আগস্ট, ২০২৪
অস্ট্রেলিয়ার লিগে খেলবেন না রশিদ

আগামী বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকে নিজেকে সরিয়ে নিলেন রশিদ খান। এই নিয়ে টানা দু’বছর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট প্রতিযোগিতায় খেলবেন না আফগানিস্তানের অলরাউন্ডার। রশিদ আগামী বছর খেলবেন বলে আশাবাদী বিবিএল কর্তারা।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে পরের বিবিএল। অংশগ্রহণে আগ্রহী বিদেশি ক্রিকেটারদের নামের প্রথম তালিকা সোমবার প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই তালিকায় নেই বিবিএলের অন্যতম সফল ক্রিকেটার রশিদের নাম। সূত্রের খবর, ক্রিকেটীয় ব্যস্ততার কথা জানিয়ে এ বার বিবিএল খেলতে চাইছেন না আফগান অধিনায়ক।

গত মরসুমে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতির প্রতিবাদ করে বিবিএল না খেলার কথা জানিয়েছিলেন রশিদ। তালিবান শাসিত আফগানিস্তানে নারী স্বাধীনতা এবং মানবাধিকার নেই এই যুক্তিতে দ্বিপাক্ষিক সিরিজ় খেলে না অস্ট্রেলিয়া। তাদের এই অবস্থানের বিরোধিতা করে রশিদ বিবিএল না খেলার কথা বলেছিলেন। এ বার অবশ্য শুধু ক্রিকেটীয় ব্যস্ততার কথা জানিয়েছেন। রশিদ না থাকলেও বিবিএলের ড্রাফটের সেরা ১০ বিদেশি খেলোয়াড়ের তালিকায় রয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থ মুজির উর রহমান।

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য রশিদের সিদ্ধান্তের পাশে রয়েছে। বিবিএলের এক কর্তা বলেছেন, ‘‘রশিদকে নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আগামী গ্রীষ্মে আমরা ওকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকব।’’ উল্লেখ্য, বিদেশি ক্রিকেটারদের মধ্যে রশিদ ছিলেন বিবিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত বিবিএলের ৬৮টি ম্যাচ খেলে রশিদ নিয়েছেন ৯৮টি উইকেট।

এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেট খেলার পর রশিদ এখন ব্যস্ত কাবুলে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে। এর পর আগামী সেপ্টেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টের সিরিজ়ে খেলার কথা তাঁর।
একুশে সংবাদ/ এস কে

 

Link copied!