আওয়ামী লীগ সরকারের পতনের আগে-পরে দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি আত্মগোপনে চলে যান। কেউ আবার দেশ ছেড়ে পালিয়ে রয়েছেন। বিসিবি সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আগেই সপরিবারে দেশ ছেড়েছেন। কথিত আছে, তিনি লন্ডনে অবস্থান করছেন।
বিসিবির জরুরি বোর্ড সভা বুধবার বেলা ১১টায় বসছে। সব পরিচালকদেরই সভায় উপস্থিত হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে অধিকাংশ পরিচালক আত্মগোপনে থাকায় তাদের অনুপস্থিতিতেই সভা বসছে। তবে সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত থাকছেন।
দেশের বাইরে অবস্থান করা বিসিবি সভাপতি অবশ্য সশরীরে নয়, ভিডিও কলে জরুরি সভায় অংশ নেবেন। সেখানেই নিজের পদত্যগের ঘোষণা দেবেন বলে আভাস পাওয়া গেছে। এদিনই নতুন সভাপতি কে হবেন, সেটি জানা যেতে পারে।
পাপনের পদত্যাগের পর পরবর্তী সভাপতি নির্বাচিত হতে পারেন বলে সূত্রের খবরে জানানো হয়েছে। আলোচনায় সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একপ্রকার অসম্ভবই বলা চলে।
ফারুক আহমেদের সঙ্গে গত শনিবার একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে হয়েছে আলোচনা। সেখানে বোর্ডে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফারুককে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :