নাজমুল হাসান পাপনের পদত্যাগের মধ্যদিয়ে এক যুগ পর ফাঁকা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটি। তবে সেটি বেশিক্ষণ ফাঁকা থাকেনি, পদত্যাগের কিছুক্ষণ পরই নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম ঘোষণা করা হয়।
বুধবার সচিবালয়ে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ফারুক বলেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় দেখতে চাই। কীভাবে দেখব, সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’
‘অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’
বিসিবি পরিচালকের পদ থেকে জালাল ইউনুসের পদত্যাগের পর তার শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে প্রথমে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে তিনি সভাপতি নির্বাচন হন।
২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট দল নির্বাচন প্রক্রিয়া সেই সেই সময় আলোচনার ঝড় তুলেছিল। প্রক্রিয়াটি প্রত্যাখ্যান করে পদত্যাগ করেছিলেন প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার ফারুল আহমেদ। ঐ ঘটনার আট বছর পর ফারুক এখন নবনির্বাচিত বোর্ড সভাপতি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :