AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিব প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৩০ পিএম, ২১ আগস্ট, ২০২৪
সাকিব প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নতুন দায়িত্ব গ্রহণের পরেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেই আলাপে একরাশ ক্ষোভ ঝাড়লেন সাকিব আল হাসানকে নিয়ে।

ফারুক আহমেদ বলেন, ‘সাকিব প্রায় বছর দুয়েক যাবত বলগাহীন আচরণ করে আসছেন। যখন-তখন বিদেশ চলে যাচ্ছেন। মন চাইলে খেলছেন, না চাইলে খেলছেন না। একটা সফর বা হোম সিরিজে হয় টেস্ট খেলছেন তো ওয়ানডে খেলছেন না। আবার কোনো সময় ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলছেন না।’

তিনি বলেন, প্রতি সিরিজ ও সফরের আগেই প্রায় শেষ মুহূর্তে দেশে এসে নামমাত্র অনুশীলন করে বিদেশে খেলতে চলে গেছেন। যাচ্ছেন এখনো। এবার পাকিস্তান সফরেও তাই হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর খেলে সাকিব সরাসরি পাকিস্তান গেছেন দুই টেস্টের সিরিজ খেলতে।

সাকিব আর কতকাল এভাবে চলবেন? বিসিবি কি তাকে নিয়ন্ত্রণ করতে পারে না? একজন ক্রিকেটার যত বড় ও বিশ্ব তারকাই হোন না কেন, তিনি তো আর দেশের ক্রিকেট এবং দেশের চেয়ে বড় নন। তাকে কি নিয়মের মধ্যে আনা যায় না? দেশের ক্রিকেট অনুরাগীদের মনে এ প্রশ্ন বহুদিন ধরেই উঁকিঝুঁকি দিচ্ছে। যোগ করেন বিসিবির নতুন সভাপতি।

তিনি আরো বলেন, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। কী করে আনবেন? কিছু হলে সাকিব তাকে টপকে চলে যেতেন আরও ওপরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনিও সাকিবকে প্রশ্রয় দিয়েছেন। সাকিবকে ডেকে নিয়ে নিজ দলের এমপি পদে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য করেছেন।

তিনি বলেন, অনেকেরই অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিদায়ী বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের আস্কারা পেয়েই সাকিব ‘ধরাকে সরা জ্ঞান’ করেছেন। কাউকে তোয়াক্কা করেননি।’

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার। যেটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখবো। সাকিবের ব্যাপারটা আসলে বলেছি, বোর্ডের কিছু পলিসি থাকে। এটা আমি আমার ডিরেক্টরদের সঙ্গে আলাপ করবো, পলিসি কী হওয়া উচিত সাকিবের ব্যাপারে। বোর্ডের সঙ্গে আলোচনা করবো সাকিব এখন কী অবস্থায় আছে, এ অবস্থায় সে কী চালিয়ে যেতে পারবে কী না। অবশ্যই ডিপেন্ড করে যে দুটি টেস্ট ম্যাচ আছে তার পরে কী হবে। তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে।’

বিসিবি প্রধান যোগ করেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কী করতে পারবে, কী করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি।’

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!