এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। এই ড্রয়ে `এ` গ্রুপে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজাম শাহ ও ভুটানের পারো এফসি।
চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে তিন গ্রুপে খেলবে ১২ দল। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানারআপ পরবর্তী রাউন্ডে খেলবে। বসুন্ধরা তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে।
পরবর্তী রাউন্ডে খেলতে হলে বসুন্ধরাকে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা তিন গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
গ্রুপের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ এ গ্রুপের স্বাগতিক ভুটানের পারো এফসি। থিম্পুর চাংলিমিথাংয়ে অনুষ্ঠিত হবে কিংসের খেলা। এর আগে এএফসি কাপের ম্যাচ খেলতে মালদ্বীপ, ভারত গেছে বসুন্ধরা। ভুটানে প্রথমবারের মতো যাবে ক্লাবটি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :