জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার গত মৌসুমের মতো এবারও আবাহনীতে খেলার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তাকে নিবন্ধন করায়নি কোনো দল।গত লিগের দ্বিতীয় লেগে আবাহনীতে যোগ দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আবাহনী তাকে ছেঁড়ে দিয়েছে। এবার জামাল ভূঁইয়া কোনো দলই পাননি। মধ্যবর্তী দলবদলে ক্লাব না পেলে জাতীয় দলের অধিনায়ককে এই মৌসুমে দর্শক হয়েই থাকতে হবে।
দিনভর গুঞ্জন ছিল জামাল ভূঁইয়ার নতুন ঠিকানা হতে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। তবে গভীর রাতে বাফুফে ব্রাদার্সের যে খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে সেখানে নাম নেই এই ফুটবলারের।
লিগে অংশ না নেওয়ার কথা আগেই বাফুফেকে জানিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। এই দুই ক্লাব ছাড়া বাকি দলগুলো খেলোয়াড় নিবন্ধন করিয়েছে শেষ দিনে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :