বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা ও ৩ হাজার মানুষের জন্য শুকনো খাবার সেনাবাহিনীর মাধ্যমে পাঠানোর কথা জানিয়েছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
সেই ঘোষণার অংশ হিসেবে সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৩ হাজার মানুষের জন্য শুকনো খাবারের প্যাকেট বিতরণ শুরু করেছে বিসিবি। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার অফিসিয়াল পেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিসিবির ব্যাগে কী কী থাকছে এ প্রসঙ্গে গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোর্ড ফারুক আহমেদ বলেছিলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, তারপর মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দিয়ে প্যাকেট করেছে। ’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :