নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রাথমিক ২০ জনের দলে নেই রশিদ খান। আফগান লেগস্পিনার আবুধাবিতে ২০২১ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন।
হ্যামস্ট্রিং চোটে পড়ে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে ছিটকে যান রশিদ। সম্প্রতি কাবুলের শপেজেজা টি-২০ লিগে স্পিন ধার টাইগার্সের অধিনায়ক হিসেবে খেলতে নামেন। গত সপ্তাহে, তিনি ২৬ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ও বল হাতে একটি উইকেট পান। তারপরও দীর্ঘ পরিসরের ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ৯-১৩ সেপ্টেম্বর ভারতের গ্রেটার নয়ডায় কিউইদের সঙ্গে টেস্ট খেলবে আফগানিস্তান। হাশমতুল্লাহ শাহিদিকে দেওয়া হয়েছে দলটির অধিনায়কত্ব।
আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আহমেদ শাহ সুলিমানখেল বলেছেন, অনুশীলন ক্যাম্পের জন্য ২০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। তাদের পারফরম্যান্স ও ফিটনেস পর্যবেক্ষণের পর নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষিত হবে।
প্রাথমিক দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা আজমতউল্লাহ আজমাতুল্লাহ ওমরজাই। তিনি সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও লাল বলের ক্রিকেটে তেমন অভিজ্ঞ নন। আফগান এই অলরাউন্ডার পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :