AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাফের ফাইনালে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২১ এএম, ২৮ আগস্ট, ২০২৪
সাফের ফাইনালে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (২৮ আগস্ট) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানছে লাল সবুজরা। তবে সব ছাপিয়ে আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করেই দেশে ফেরার লক্ষ্য ফুটবলারদের।

ইনজুরি ও কার্ডের কারণে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ মারুফুল হক। বাংলাদেশকে হালকাভাবে দেখছে না নেপালও। আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে দুপুর পৌনে ৩টায়। 

সাফের সোনালী ট্রফিটা বাংলাদেশের যুবাদের কাছে বড় আরাধ্য। তিনবার শিরোপার কাছে গিয়েও হাতছাড়া হয়েছে অনূর্ধ্ব-২০ সাফের ট্রফি। চতুর্থবারের চেষ্টায় আর ভুল নয়, ট্রফি নিয়ে বদলে যাওয়া বাংলায় ফেরার লক্ষ্য লাল সবুজদের।

শিরোপার মঞ্চে প্রতিপক্ষ নেপাল। হিমালয় জয় করার স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে আসরের তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালে হারানোর আত্মবিশ্বাস। ভারতকে হারানোর পর বদলে গেছে বাংলাদেশ দলের মনোবল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে হেরেছে যুবারা। ২০১৭ সালের ফাইনালেও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিলো নেপালের কারণেই। এবার ফাইনালে সব হিসেব চুকানোর পালা।

সেমিফাইনালে আঘাত পাওয়ায় আসর শেষ নিয়মিত গোলরক্ষক শ্রাবনের। তার জায়গায় বদলি হয়ে মাঠে নেমে এরইমধ্যে নিজের বীরত্ব দেখিয়েছেন আসিফ। ফাইনালেও গোলপোস্টের নিচে থাকছেন তিনিই।

কার্ডের কারণে ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার কামাচাই মারমা। রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পেলেও ফাইনালে তা কাটিয়ে ওঠার লক্ষ্য কোচ মারুফুলের। নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও, পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে দল আশা তার।

সেমিফাইনালে ভারতকে হারানোয় বাংলাদেশকে এখন আর হালকাভাবে দেখছে না নেপালও। ২০২২ সালের সেপ্টেম্বরে এই নেপাল থেকেই নারী সাফের ট্রফি নিয়ে ফিরেছিলো সাবিনারা। আসিফ, পিয়াসদেরও চাওয়া শিরোপা জিতে অস্থির ক্রীড়াঙ্গনে স্বস্তি উপহার দেয়া।

একুশে সংবাদ/ এস কে

Link copied!