AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসরে ডেভিড মালান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০০ পিএম, ২৮ আগস্ট, ২০২৪
অবসরে ডেভিড মালান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ৩৭ বর্ষী এই ক্রিকেটার একসময় আইসিসির টি-২০ র‍্যাংকিংয়ের ব্যাটারদের তালিকার শীর্ষ স্থানে ছিলেন।

ইংল্যান্ডের জার্সিতে মালান ২২টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬২ টি-২০ খেলেছেন। জস বাটলার ছাড়া একমাত্র তিনিই তিন আন্তর্জাতিক ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তিনি জাতীয় দলে ছিলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে বাদ পড়ার পর তার অবসরের সিদ্ধান্ত এলো।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে মালান জানান, ‘সাদা বলের ফর্ম্যাটে নিজের সকল প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছি। স্বীকার করি আরো ধারাবাহিক টেস্ট ক্যারিয়ার গড়তে অক্ষমতার জন্য অনুশোচনা হবে। ’

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট সবসময়ই আমার বড় হয়ে ওঠার মূলে ছিল। মাঝে মাঝে আমি ভালো খেলেছি। কিন্তু এটা যথেষ্ট ভালো বাধারাবাহিক ছিল না, যা হতাশাজনক। কারণ অনুভব করেছি, যেটুকু পেরেছি আমি তার চেয়ে ভালো মানের খেলোয়াড়।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৭ সালে তার টি-২০ অভিষেকে ৪৪ বলে ৭৮ রানের ইনিংসটি তার আগমনী বার্তা ছিল। এরপরের শীতকালীন অ্যাশেজ সফরে পার্থ টেস্টে জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি গড়ে মালান ২২৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন।

২০২০ সালের সেপ্টেম্বরে, তিনি আইসিসির টি-২০ র‍্যাংকিংয়ের ব্যাটারদের তালিকার শীর্ষে পৌঁছেছিলেন। পরের বছর মার্চে তিনি মাত্র ২৪ ইনিংস খেলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম হাজার রান করার মাইলফলকে পা দেন।

মালান ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। যদিও তিনি শ্রীলংকার বিপক্ষে মাঠে কুঁচকির চোটে পড়ায় পর নকআউট পর্বের খেলাগুলোয় ছিলেন না।

টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মালানের চাহিদা অতি মাত্রায় থাকতে পারে।। সম্প্রতি ইংল্যান্ডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি সানরাইজার্স ইস্টার্ন কেপকে দ্বিতীয় মৌসুমে শিরোপা জিততে ভূমিকা রেখে ছিলেন। পিএসএলে মুলতান সুলতানসের হয়েও খেলেন এই ইংলিশ ক্রিকেটার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!