সাফ জয়ের অগ্রনায়ক মিরাজুল ইসলামকে দলে রেখে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-২০ দল থেকে এই স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন শাকিল আহাদ তপু, চন্দন রায় এবং রাব্বী হোসেন রাহুল।
বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল বিশ্বকাপ বাছাইয়ের। ওই দলে ছিলেন মিতুল মারমা, সুজন হোসেন, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, শাহরিয়ার ইমন, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, রাকিব হোসেন, সোহেল রানারা।
হাভিয়ের ক্যাবরেরার ২৩ সদস্যের এবারের স্কোয়াডেও তারা জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন তারিক কাজী, রফিকুল ইসলাম, সৈয়দ শাহ কাজেম, সুশান্ত ত্রিপুরা ও রিমন হোসেন।
বাংলাদেশ দল
মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু, সোহেল রানা, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুল।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৫ ও ৮ সেপ্টেম্বর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :