টেস্ট এবং টি-২০ সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২ ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। আসন্ন সেই সিরিজের আগে ভারতীয় টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা বুচি বাবু টুর্নামেন্ট খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন সূর্যকুমার। এই প্রতিযোগিতায় তিনি মুম্বাইয়ের হয়ে খেলতেন। কিন্তু ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন। এমনকি আসন্ন দিলীপ ট্রফিও মিস করতে পারেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করে আইসিসিকে সূর্যকুমার বলেছিলেন, অনেকে আছেন যারা দলে জায়গা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন। এমনকি আমি আবার সেই জায়গা অর্জন করতে চাই। আমি টেস্টে ভারতের হয়ে অভিষেক করেছি।
‘এরপর আমিও ইনজুরিতে পড়েছিলাম। সেখানে অনেকে ছিল। যারা একটা সুযোগ পেয়েছে এবং ভালো করেছে। তারাও এখন সেই সুযোগের যোগ্য।’
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত-লিটনদের। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :