AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৫ ম্যাচ পর হারের স্বাদ পেলো লেভারকুসেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০০ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৪
৩৫ ম্যাচ পর হারের স্বাদ পেলো লেভারকুসেন

শেষ পর্যন্ত জার্মান বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়েছে। ২০২৩ সালের মে মাস থেকে অপরাজিত থাকা বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার লিপজিগের কাছে ঘরের মাঠে ৩-২ গোলের পরাজয় বরণ করেছে।এর মাধ্যমে ৩৫ ম্যাচ পর বুন্দেসলিগায় পরাজয়ের তিক্ত স্বাদ পেল লেভারকুসেন। বে অ্যারেনাতে জেরেমি ফ্রিমপং ও অ্যালেক্স গ্রিমালদোর গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লেভারকুসেন।

বিরোধে জড়িয়ে প্রথমার্ধেই সফরকারী কোচ মার্কো রোস ডাগ আউট ছেড়ে স্ট্যান্ডে ফিরে যেতে বাধ্য হন। কিন্তু বিরতির ঠিক আগে স্রোতের বিপরীতে গিয়ে কেভিন কামপালের গোলে লিপজিগ এক গোল পরিশোধ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে লোয়িস ওপেন্ডার গোলে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে লিপজিগ। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ওপেন্ডার দ্বিতীয় গোলে লিপজিগ লেভারকুসেনকে হারের স্বাদ দেয়।

লেভারকুসেন অধিনায়ক জোনাথন টাহ বলেছেন, ‘আমাদের সামনে সুযোগ ছিল ভালভাবে ম্যাচ শেষ করার। কিন্তু দ্রুত দুই গোল হজম করে আমরা ছন্দ হারিয়ে ফেলি। একটি দল হিসেবে আমাদের আরো ভাল করা উচিৎ ছিল। এই ম্যাচ থেকে আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে।’

ঘরের মাঠে ৪৬৩ দিনে টানা ৪৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড থেকে বেরিয়ে আসলো লেভারকুসেন। এ বছর জাবি আলোনসোর দল ১৭টি গোল দিয়েছে ম্যাচের ৮৮ মিনিটে কিংবা তার পরে। এই গোলগুলোর মাধ্যমে তারা অপরাজিত থাকার রেকর্ডকে বাঁচিয়ে রেখেছিল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!