AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিভারপুল ছাড়ছেন সালাহ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৪ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৪
লিভারপুল ছাড়ছেন সালাহ!

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর দিয়ে কার্যত বুলডোজার চালিয়ে দিল লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে গিয়ে যে ফুটবলটা রবিবার খেলেছেন সালাহ, দিয়াজরা তা বহুদিন মনে রাখবে লিভারপুল ফ্যানরা। বল পজিশন বলছে ম্যাচে দাপট ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু গোলের সংখ্যা বলছে লিভারপুলই কাজের কাজটা করেছে। তাও একবার নয়, তিন তিনবার। সেই কারণেই ম্যাঞ্চেস্টারের চার ফুটবলারকে হলুদ কার্ড দেখতে হয়েছে সালাহ, ম্যাকআলিস্টারদের আটকাতে গিয়ে। য়ুরগেন ক্লপের ফেলে যাওয়া কোচের হটসিটে বসে কাজটা কঠিনই ছিল লিভারপুলের নয়া কোচ আর্নে স্লটের কাছে। কিন্তু তিনি অবশ্য প্রথম তিন পরীক্ষাতেই লেটার মার্ক পেয়ে পাশ করেছেন। ইপিএল টানা তিন ম্যাচে দলকে এনে দিয়েছেন ৯ পয়েন্ট।  

ম্যাচের পর লিভারপুল কোচ আর্নে স্লট, তাই আনন্দ সামলাতে না পেরে বলেই দিলেন, কোচ হিসেবে দলের যেমন খেলা দেখতে ভালো লাগে, তেমন খেলাই ফুটবলাররা খেলেছে। লিভারপুলের জয়ের দিনে নায়ক কলম্বিয়ার লুইস দিয়াজ। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার প্রথম গোলের খাতা খোলেন ম্যাচের ৩৫ মিনিটে। সালাহর পাস থেকে হেডারে গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। দ্বিতীয় গোলও বাঁধিয়ে রাখারই মতো। এক্ষেত্রেও ফাইনাল পাস সেই সালাহর। বক্সের ভিতর বল পেয়ে জোরালো শটে গোল করে গেলেন সেই লুইস দিয়াজ, লিভারপুল এগিয়ে যায় ২-০ গোলে। ৫৬ মিনিটে ফের গোল। ম্যাকআলিস্টারের পাস থেকে বাঁপায়ের দুরন্ত শটে গোল করে লিভারপুলের ব্যবধান ৩-০ করেন। ম্যাচে আরও গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল অ্যানফিল্ডের দলটি।

ম্যাচ হারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ বললেন, ‘আমি হ্যারি পর্টার নই, সবেমাত্র মৌসুমের তৃতীয় ম্যাচ হচ্ছে। সময় লাগবে একটা নতুন দলকে তৈরি করতে। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে, তবে আমি আশা করছি মৌসুমের শেষে আমাদের হাতেই ট্রফি থাকবে ’।

লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ আরও একবার দল ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন। ম্যাচ শেষে বললেন, ‘আমি এই ম্যাচে খেলতে আসার সময় ভাবছিলাম এটাই হয়ত ওল্ড ট্রাফোর্ডে আমার শেষ ম্যাচ। আমার মৌসুম ভালোই গেছে, এটাই ক্লাবে আমার শেষ মৌসুম, তাই ইতিবাচক থাকারই চেষ্টা করছিলাম।  এখন তাই দলের হয়ে খেলা উপভোগ করতে চাই, আর কিছু ভাবতে চাই না ’।

এদিকে ইপিএলের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারাল ম্য়াঞ্চেস্টার সিটি, হ্যাটট্রিক করলেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। টটেনহ্যাম হটস্পার্স হেরে গেল নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। ২-১ গোলে জিতল নিউক্যাসেল। লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল অ্যাস্টন ভিলা। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করল চেলসি।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!