সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের।বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর গণমাধ্যমে নিজের হতাশার কথা বলেন ওয়াসিম আকরাম। সাবেক এই পেসার দেশের মাটিতে টানা ১০ ম্যাচ জয়ের মুখ না দেখার বিষয়ে পাকিস্তানের ক্রিকেটের মান নিচে নেমেছে বলেও দাবি করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডে ম্যাচ খেলা ওয়াসিম আরো বলেন, ‘ধারাবাহিকভাবে আমরা ঘরের মাঠে হেরে যাচ্ছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে অনেক কিছু বলে দেয়।’
২০২১ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। এরপর ১০ ম্যাচের ছয়টিতেই পেয়েছে পরাজয়ের স্বাদ, চারটিতে ড্র। ইংল্যান্ডের সঙ্গে ২০২২ সালে তিন ম্যাচ সিরিজে ঘরের মাঠে ইতিহাসে প্রথমবার দলটি হোয়াইটওয়াশ হয়। দ্বিতীয় দল হিসেবে এবার পাকিস্তানি ক্রিকেটারদের সেই লজ্জার মুখ দেখাল টাইগাররা।
পাকিস্তানের এমন শোচনীয় অবস্থা প্রসঙ্গে ওয়াসিমের ভাষ্য, ‘তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে যাচ্ছে। বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :