বাংলাদেশ ও ভুটানের মধ্যকার খেলায় চোট পেয়ে রাকিব হোসেন মাটিতে শুয়ে কাতরাতে থাকেন। দৃশ্যটি দেখে তখন রেফারি খেলা থামিয়ে দেন। মাঠে স্ট্রেচার নিয়ে কয়েকজন প্রবেশ করেন। ঠিক তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। স্ট্রেচার বহনকারীদের একজন আকস্মিকভাবে অজ্ঞান হয়ে পড়ে যান।
ঘটনার আকস্মিকতায় বাংলাদেশ ও ভুটান দলের ফুটবলাররা হতভম্ব হয়ে পড়েন। মেডিকেল স্টাফ দৌড়ে মাঠে ঢুকে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তির বুকে বারবার চাপ দিতে থাকেন। এ সময় ফুটবলাররা তাকে ঘিরে ধরে রাখেন।
দ্রুততম সময়ের ভেতর মাঠে অ্যাম্বুলেন্স প্রবেশ করে অজ্ঞান থাকা স্ট্রেচার বয়কে হাসপাতালে নিয়ে যায়। খানিক পর প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটের খেলা আবারো শুরু হয়। দুইজনের সাহায্য নিয়ে হেঁটে মাঠের বাইরে যান রাকিব।
২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন সময়ে মাঠে অজ্ঞান হয়ে যান ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। মেডিকেল স্টাফ দৌড়ে মাঠে ঢুকে তার বুকে বারবার চাপ দিয়ে হৃদযন্ত্র সচলের চেষ্টা চালিয়ে যান। অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। সুস্থতার পর এখনো খেলা চালিয়ে যাচ্ছেন ডেনিশ তারকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :