ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পথ অনুসরণ যতটা সম্ভব ক্যারিয়ারকে দীর্ঘ করার পরিকল্পনা করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। পর্তুগীজ অধিনায়ক রোনাল্ডো নেশন্স লিগে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯০০তম গোলের রেকর্ড গড়েছেন। জাতীয় দলের হয়ে ৩৯ বছর বয়সী রোনাল্ডোর এটি ছিল ১২৩তম ম্যাচ।
রোনাল্ডোর এই রেকর্ড বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড কেনকে দারুনভাবে অনুপ্রানীত করেছে। ক্যারিয়ারের শেষ সময়ে এসে কেন উপলব্ধি করতে পেরেছেন শরীর যতদিন চাইবে ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন। আর এক্ষেত্রে রোনাল্ডো হতে পারে উৎকৃষ্ঠ উদাহরন।
গ্যারেথ সাউথগেটের দলের হয়ে ইউরো ২০২৪’এ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি ইংলিশ অধিনায়ক কেন। ফাইনালে তার দল স্পেনের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে হতাশ করেছে। কিন্তু ৩১ বছর বয়সী কেন এখন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনাল্ডোর পথ অনুসরণ করতে মুখিয়ে আছেন। এ সম্পর্কে কেন বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের জন্য বেঞ্চমার্ক তৈরী করে দিয়েছে। বিশে^র অন্যতম একজন সেরা খেলোয়াড় হিসেবে শুধু নয়, একইসাথে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে নিজের ক্যারিয়ারকে দীর্ঘ করা যায় সেই বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করে দিয়েছেন রোনাল্ডো। সার্বিকভাবে আমি আগেও মনে করেছি ৩০ বছর বয়স হলেই সাধারনত একজন খেলোয়াড় অনেকটাই মন্থর হয়ে যায়। ম্যাচ কম খেলে, এমনকি সর্বোচ্চ পর্যায়ে কোন ম্যাচ খেলার যোগ্যতা সে হারিয়ে ফেলে। কিন্তু ক্রিস্টিয়ানো প্রতি সপ্তাহে, প্রতি ম্যাচে যা দেখাচ্ছে তা অভাবনীয়। প্রতি ম্যাচেই এখনো সে গোল পাচ্ছে। সে কারনেই আমি বলতে চাই, সেই আমার লক্ষ্য।’
কেন আরো বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে যতদিন সম্ভব খেলতে চাই। চোখের সামনে অন্যরা যখন সেটা করে দেখায় তখন অনুপ্রেরণা পাওয়া যায়। তখন মনে হয় সবকিছুই সম্ভব। শুধুমাত্র ফিটনেস ধরে রাখাই মূল দায়িত্ব। চারিদিকে যে ধরনের আলোচনাই হোক না কেন এখনো আমি শারিরীক ও মানসিক ভাবে নিজেকে ফিট মনে করি। পারফর্ম করতে পারলে সব কিছুরই সমাধান সম্ভব।’
ব্যস্ত সূচীতে শারিরীক ভাবে পরিশ্রান্ত ভাব আসে কিনা এমন প্রশ্নের জবাবে টটেনহ্যামের সাবেক এই স্ট্রাইকার বলেছেন, ‘ইউরোর সময় আমার কন্ডিশন নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু আমার তখন তাদেরকে বলতে ইচ্ছে হয়েছে আমি ভাল অনুভব করছি। যদিও সবসময় নিজের মনের মত করে সব ম্যাচে পারফর্ম করতে পারিনি। কিন্তু আমার মত অনেকেই ইউরোতে ভাল করতে পারেনি। তারপরও সকলের প্রচেষ্টায় আমরা ফাইনালে খেলেছি। দলের স্পিরিট দারুন ছিল।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :