কনুইয়ের গুরুতর চোটের জন্য পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। ইংলিশ এই বোলার চলতি বছরের বাকি সময়ে আর মাঠে খেলতে পারবেন না। উডের রুটিন স্ক্যান করাতে গিয়ে দেখা যায় তার ডান হাতের কনুইয়ের হাড়ে চোট ধরা পড়ে। ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে বোলিংয়ের সময় তিনি ডান উরুর ইঞ্জুরিতে পড়েছিলেন। পরে সতর্কতা অবলম্বনের জন্য তাকে চলতি সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে উড লিখেছেন, ‘কনুইয়ের ব্যথায় আগে থেকেই কষ্ট পাচ্ছিলাম। রুটিন পরীক্ষার পর ধরা পড়ে আমার ডান কনুইয়ের হাড়ে আঘাত পেয়েছি। ব্যাপারটা জেনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’
আগামী অক্টোবরে পাকিস্তান ও ডিসেম্বরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এক ৬ ম্যাচে ইংলিশদের উডকে ছাড়াই নামতে হবে।
৩৪ বর্ষী পেসার ইসিবির মেডিকেল টিমের সঙ্গে কাজ শুরু করেছেন। তিনি ২০২৫ সালের প্রথম দিকে পূর্ণ ফিটনেসে ফিরে পেয়ে ইংল্যান্ডের ভারত সফরে সাদা বলের সিরিজ এবং পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার লক্ষ্যে রয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :