বাংলাদেশ নারী ‘এ’ দল ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে হয়েছে ম্যাচ পরিত্যক্ত। পানাগোডার আর্মি গ্রাউন্ডসে রোববার দুপুরে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। একটানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় দুই দলের অধিনায়ক টস করতে পারেননি।
দুটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে রাবেয়া খানের নেতৃত্বে ‘এ’ দল শ্রীলঙ্কা সফরে গিয়েছে। আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আগে এটিকেই ক্রিকেটারদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।তাই জাতীয় দলের খেলোয়াড়দের অধিকাংশই স্কোয়াডে আছেন।
কলম্বোতে মঙ্গলবার মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। এরপর ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :