ক্রিকেট বিশ্বায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে খেলাটির প্রচার ও প্রসারে দেয়া হচ্ছে উদ্যোগ। চলতি বছর দেশটিতে টি-২০ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচও হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দিকেও তারা ঝুঁকছে। এর অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে ইউএস মাস্টার্স টি-১০ লিগ।
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন। ড্রাফট থেকে মাশরাফীসহ দল পেয়েছেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।
ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে মাশরাফী, আরিফুল হক, সৈয়দ রাসেল ও আব্দুর রাজ্জাক খেলবেন। শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সে আছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি, আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। এনামুল হক জুনিয়র ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন।
অন্যান্য দেশের ক্রিকেট তারকাদের মধ্যে মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিল্টন মাসাকাদজা, জেসি রাইডার ও উপল থারাঙ্গা ইউএস মাস্টার্স টি-১০ লিগে খেলবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :