ফরাসি স্ট্রাইকার উইসাম বেন ইয়েদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যে কারণে এরই মধ্যে তাকে থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরবর্তীতে বেন ইয়েদারকে বিচারের মুখোমুখি করা হবে।
২৩ বছর বয়সি এক নারী উইসাম বেন ইয়েদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। মামলার এজহারে বলা হয়েছে, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। ইয়েদার নিজের গাড়িতে ওই নারীকে যৌন হয়রানি করেছেন।
ফ্রান্সের নিস শহরের প্রসিকিউটর ডেমিয়েন মার্টিনেলি এপিকে জানিয়েছেন, ইয়েদারকে থানা হেফাজত থেকে রিমান্ডে না নেয়ার আবেদন জানিয়েছে পাবলিক প্রসিকিউটর অফিস। সেই আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারকৃত ইয়েদারকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
বর্তমানে কোন ক্লাবের সঙ্গে চুক্তিতে নেই বেন ইয়েদার। গত মৌসুম শেষে মোনাকোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাব তার সঙ্গে আর মেয়াদ বাড়ায়নি।
খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম এল`ইকুইপ সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলেছে, গত মৌসুম শেষে ইয়েদারকে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
আগামী ১৫ অক্টোরব ইয়েদারের শুনানি অনুষ্ঠিত হবে। তবে মামলা সম্পর্কে আর কোনো তথ্য দেননি প্রসিকিউটর ডেমিয়েন মার্টিনেলি। গত বছরও একই অভিযোগে বেন ইয়েদারের বিরুদ্ধে মামলা হয়েছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :