AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৫ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৪
৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দাপুটে শুরু করেছে টাইগ্রেসরা।। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক লঙ্কান মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে রাবেয়া খানরা।

বাংলাদেশ থেকে সরে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান এই সিরিজ  ‘এ’ দলের হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করতে ৭ উইকেটে ১১২ রানের বেশি পুঁজি গড়তে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা। জবাবে ১৮ দশমিক ৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় ইয়াং টাইগ্রেসদের।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!