AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

বৃষ্টি ও বাজে আউটফিল্ডের কারণে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচে কোনো বল মাঠে না গড়ানোয় পরিত্যাক্ত হয়েছে। একবিংশ শতাব্দীতে তো বটেই, ১৪৭ বছরের ইতিহাসে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ায়নি।

শুক্রবার গ্রেটার নয়ডায় পঞ্চম ও শেষ দিন সকালে বৃষ্টি ফিরে আসে। আম্পায়াররা স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে মাঠকর্মীদের কভার টেনে আনতে বলে। বাউন্ডারি লাইনের কাছে পানি থৈ থৈ করছিল। আউটফিল্ডের ঘাস পানির নিচে তলিয়ে যায়, যা দেখে পুকুর মনে হচ্ছিল। এরপর অবধারিতভাবেই ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। 

এই নিয়ে অষ্টমবারের মতো কোনো টেস্ট ম্যাচ পরিত্যাক্ত হলো। প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে খেলা শুরুর আগেই পরিত্যাক্ত হয়ে গেল কোনো টেস্ট। ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে একটি টেস্টে কোনো বল মাঠে না গড়ানো ছাড়াই পরিত্যাক্ত হয়েছিল। তবে পাকিস্তান ও জিম্বাবুয়ের সেই ম্যাচটি বৃষ্টির কারণ নয়, ঘন কুয়াশার কারণে হয়নি।

আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের জন্য ব্যাঙ্গালুরুর ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। তবে আফগান বোর্ড বেছে নেয় গ্রেটার নয়ডাকে। সেই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখেও পড়তে হচ্ছে আফগান ক্রিকেট বোর্ডকে।
 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!