AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব বলে মনে করেন ইয়ামাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৯ এএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব বলে মনে করেন ইয়ামাল

বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর আর্জেন্টিনার লিওনেল মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব বলে মনে করেন স্পেনের ১৭ বছর বয়সী খেলোয়াড় লামিনে ইয়ামাল। তিনি জানান, মেসির সাথে তুলনা পছন্দ করি, কিন্তু আমি ইয়ামাল হতে চাই। আমি বার্সেলোনার কিংবদন্তি হতে চাই। 

গত মৌসুমে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেন ইয়ামাল। বার্সার হয়ে ৪২ ম্যাচে ৬ গোল করেন তিনি। গেল বছর জাতীয় দলে সুযোগ পেয়ে চমক দেখিয়েছেন ইয়ামাল। এ বছর স্পেনের হয়ে ইউরো জয়ে বড় অবদান ছিলো তার।  আসরে সবচেয়ে কম বয়সে ইউরো টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি।

বার্সেলোনা ও স্পেনের হয়ে অভিষেক বছরে দারুন পারফরমেন্সের কারনে ফুটবল বিশেষজ্ঞরা মেসির সাথে তুলনা করছেন ইয়ামালকে। মেসির সাথে তুলনায় খুশি ইয়ামাল নিজেও। কিন্তু মেসির পর্যায়ে পৌঁছানো বা তাকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন তিনি।

স্প্যানিশ টিভি চ্যানেল আন্তোনা থ্রি-কে রাইট উইঙ্গার ইয়ামাল বলেন, ‘আমি ইতিহাসের সেরা খেলোয়াড় মেসির সাথে আমার তুলনা পছন্দ করি। কিন্তু আমি ইয়ামাল হতে চাই। মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব।’

গত ইউরোতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ট্রান্সফার মার্কেটে ইয়ামালের মূল্য বেড়ে দাঁড়ায় ১২০ মিলিয়ন ইউরোয়। মূল্য বাড়লেও, বার্সেলোনা ছাড়তে চান না তিনি। বার্সেলোনার হয়ে কিংবদন্তি হতে চান তিনি। ইয়ামাল বলেন, ‘আমি ১২০ মিলিয়ন ইউরো চাই না। তাহলে আমাকে বার্সা ছাড়তে হবে। আশা করি আমাকে কখনও ছাড়তে হবে না। আমি বার্সার কিংবদন্তি হতে চাই।’

২০০৭ সালের একটি একটি চ্যারিটি ক্যালেন্ডার প্রতিযোগিতায় মেসির সাথে ছবি ছবি আছে ইয়ামালের। ঐ সময় ইয়ামালের বয়স ৬ মাস। ঐ ছবি নিয়ে ইয়ামাল বলেন, ‘মেসি তার নিজের ক্ষমতা আমাকে দিয়েছিল। আমার এখন অনেক কিছু দেওয়ার আছে।’

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Shwapno
Link copied!