শেষবারের মত প্যারিস রঙ্গীন হলো অলিম্পিককে ঘিরে। অলিম্পিক ও প্যারালিম্পিকের সফল আয়োজন উদযাপনে অ্যাথলেট, স্বেচ্ছাসেবক, সরকারী কর্মকর্তাদের সঙ্গী করে সেলিব্রেশন নাইট পালন করেছে ফ্রান্স। ফরাসী প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন দেশবাসীকে।
শনজ এলিজে। প্যারিস গেট বললেও সবাই চিনবে। আরও একবার, শেষবারের মত রঙ্গীন হলো সাদা-নীল-লালে। ফ্রান্সের পতাকার রং। অলিম্পিক ও প্যারালিম্পিকের সফল সমাপ্তিতে ধন্যবাদ জানানোর এই উৎসবে সামিল হয়েছিল সাফল্যের কারিগররা।
অ্যাথলেট, স্বেচ্ছাসেবক থেকে সরকারী কর্মকর্তা সবাই ছিলেন। আর যাদের বিনোদনের জন্য এমন আয়োজন সেই সাধারণ মানুষও এসেছিলেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে যেমন অভিনন্দন জানিয়েছেন ৭০ হাজার মানুষ তেমনি মঞ্চে উপস্থিত অ্যাথলেটরাও অভিবাদনের জবাব দিয়েছেন হাত নেড়ে।
১২ মিলিয়ন দর্শক দেখেছে অলিম্পিক ও প্যারালিম্পিক। নানা সমস্যার পরও সফল গেমস শেষ হয়েছে নিরাপত্তার বিচারে। তাইতো পুলিশকে ধন্যবাদ দেয়ার বিশেষ আয়োজনও ছিল।
সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অলিম্পিক মশাল জ্বালানো ফ্রান্সের সাবেক অ্যাথলেট মারি জোস পিরেক।ফ্রান্স অ্যাথলেট মারি জোস পিরেক বলেন, ধন্যবাদ জানাচ্ছি। শুধু অ্যাথলেটদের নয়, যারা ম্যাজিকের মত এই গেমসকে সফল করেছে। আমি মনে করি এটা দারুণ।
এবার আয়োজনের পাশাপাশি পারফরম্যান্সেও পেছনের সব আসরকে পেছনে ফেলেছে ফ্রান্স। ১৬ স্বর্ণসহ রেকর্ড ৬৪ পদক জিতেছে। হয়েছে পঞ্চম।পদক জয়ী অলিম্পিক ও প্যারালিম্পিক জয়ী অ্যাথলেটদের জাতীয় পদক পরিয়ে দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। সঙ্গে উপস্থিত ছিলেন তার নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারও।
রাতে হয়েছে জমকালো কনসার্ট। আর্ক দে ত্রিয়োম্ফেতে বর্ণীল এই আয়োজন উপভোগ করেছেন হাজার হাজার মানুষ। অলিম্পিকের সফল আয়োজনের শেষ আনুষ্ঠানিকতার ১৪ সেপ্টেম্বরকেই ফ্রান্সের জাতীয় ক্রীড়া দিবস ঘোষণার চিন্তাও চলছে।
এদিনই প্যারিসে নতুন করে অলিম্পিক রিং বসানো হয়েছে। আইফেল টাওয়ারেতো থাকছেই সঙ্গে আরও একটা। আইওসি প্রেসিডেন্ট থমাস বাখকে সঙ্গী করে যার উদ্বোধন করেছেন প্যারিস মেয়র।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :