AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেভার কাপ থেকে নাদালের নাম প্রত্যাহার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
লেভার কাপ থেকে নাদালের নাম প্রত্যাহার

সম্ভবত ২০২৪ রাফায়েল নাদালের পেশাদারি টেনিস ক্যারিয়ারের শেষ বছর হতে চলেছে। অন্তত তেমনই মনে করছেন তাঁর অনুরাগীরা। অবশ্য সেই জল্পনা উস্কে দিয়েছে রাফায়েল নাদালের বিগত কিছু পদক্ষেপ। শেষ তাঁকে প্যারিস অলিম্পিক্সে খেলতে দেখা গিয়েছিল। সেখানে দ্বিতীয় রাউন্ডে তিনি নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়েছিলেন।  এরপর ইউএস ওপেন ২০২৪ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এবার লেভার কাপ থেকে নাম প্রত্যাহার আবার তাঁর অবসর গ্রহণের জল্পনাকে আরও বাড়িয়ে দিল।  

প্রাথমিকভাবে বার্লিনে সেপ্টেম্বর মাসে আয়োজিত লেভার কাপে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। তবে সেই প্রতিযোগিতায় তিনি অংশ নেবেন না বলে জানিয়ে দিলেন স্প্যানিশ টেনিস তারকা। এরপর তাঁর অনুরাগীরা মনে করছেন হয়তো খুব তাড়াতাড়ি পাকাপাকিভাবে টেনিসকে বিদায় জানাবেন নাদাল। তিনি বলেন, ‍‍`আমি অত্যন্ত হতাশার সঙ্গে জানাচ্ছি যে আমি পরের সপ্তাহে বার্লিনে লেভার কাপে অংশগ্রহণ করতে পারব না। এটি একটি দলগত প্রতিযোগিতা এবং সত্যিই টিম ইউরোপকে সমর্থন করার জন্য আমাকে তাদের জন্য সবচেয়ে ভালো যেই সিদ্ধান্ত তা গ্রহণ করতে হবে। আমার মনে হয় এই মুহুর্তে এমন কিছু ভালো খেলোয়াড় আছে যারা দলকে জয় এনে দিতে সাহায্য করতে পারে। লেভার কাপে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে। ক্যাপ্টেন হিসাবে শেষ বছর বর্গ আমি তাঁর ও বাকি সতীর্থদের  সঙ্গে থাকার অপেক্ষায় ছিলাম। আমি টিম ইউরোপের জন্য শুভকামনা জানাই এবং দূর থেকে তাদের জয়ে উল্লাস করব’।

নাদালের নাম প্রত্যাহারের পর ডিমিত্রভকে তার জায়গায় নেওয়া হয়েছে। এই মুহূর্তে দলে রয়েছেন আলেকজান্ডার জাভেরেভ, কার্লোস আলকারাজ, ড্যানিল মেদভেদেভ, ক্যাসপার রুড ও স্টেফানোস সিটসিপাস। নাদাল চোট কাটিয়ে উঠে ২০২৪ ব্রিসবেন ইন্টারন্যাশনালে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিলেন। সেই টুর্নামেন্টে ফের আবারও চোট পেয়েছিলেন যার ফলে তিনি অস্ট্রেলিয়ান ওপেন মিস করেন। ফ্রেঞ্চ ওপেনে তিনি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন এবং তারপর উইম্বলডন অংশগ্রহণ থেকে বিরত থাকেন। নাদাল ফের জুলাই মাসে সুইডিশ ওপেনে অংশ নেন এবং তারপর প্যারিস অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও তিনি ২০২৪ ইউএস ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করেছিলেন।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!