AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টটেনহ্যামের বিপক্ষে উত্তর লন্ডন ডার্বিতে জয় পেলো আর্সেনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
টটেনহ্যামের বিপক্ষে উত্তর লন্ডন ডার্বিতে জয় পেলো আর্সেনাল

উত্তর লন্ডন ডার্বিতে জিতল আর্সেনাল। রবিবার ইপিএলে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। ম্যাচের একমাত্র গোল ব্রাজিলীয় গ্যাব্রিয়েল মাগালহায়েসের। এই নিয়ে টানা তিন মরসুম টটেনহ্যামের মাঠে তাদের হারাল আর্সেনাল।

যদিও ফলাফল দেখে ম্যাচের আসল চিত্র বোঝা যাবে না। ম্যাচের বেশির ভাগ সময় টটেনহ্যামই শাসন করেছে আর্সেনালকে। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পাল্টা চাপ দিতে থাকে আর্সেনালও। সেই ফাঁকেই গোল করে তারা। বুকায়ো সাকায় কর্নার থেকে ফাঁকায় হেড করেন গ্যাব্রিয়েল।

খেলার বিপরীতে গোল হলেও এই জয় সুবিধা করে দিল আর্সেনালকে। তারা লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে দু’পয়েন্টে পিছিয়ে। পরের সপ্তাহে খেলা সিটির বিরুদ্ধে। তার আগে পয়েন্ট নষ্ট করতে হল না তাদের।

শুরু থেকেই চাপে পড়লেও গোল খায়নি আর্সেনাল। কার্ড সমস্যায় নির্বাসিত ছিলেন ডেক্লান রাইস। চোটে ছিলেন না মার্টিন ওডেগার্ড। আর্সেনালের দুর্বল মিডফিল্ডের পুরো ফায়দা তোলে টটেনহ্যাম। মাঝমাঠ শাসন করে। তবে টটেনহ্যামের চাপে মুখেও ভেঙে পড়েনি আর্সেনালের রক্ষণ। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা।

শনিবার রাতের ম্যাচে ৮৬ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর করা একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়েছে চেলসি। তবে সেই ম্যাচে তৈরি হয়েছে অন্য নজির। রেফারি ১৪টি হলুদ কার্ড দেখিয়েছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ম্যাচে এত বেশি হলুদ কার্ড আগে কখনও দেখানো হয়নি। 

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!