আগস্ট মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পারফরম্যান্স বিবেচনায় আইসিসির কাছ থেকে পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতেই শ্রীলংকার দুই ক্রিকেটার সেরার স্বীকৃতি আদায় করে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এবং ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসকে টপকে পুরুষ ক্যাটাগরিতে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হতেছেন অলরাউন্ডার দিনুথ ওয়েলাগে। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সম্প্রতি ভারতের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন।
১৯৯৭ সালের পর প্রথমবার টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজে ব্যাট হাতে ১০৮ রান ও বোলিংয়ে ৭ উইকেট পাওয়া ওয়েলাগে তার দলের সিরিজ জয়ে প্রধান ভূমিকা রাখেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে না নামলেও বল হাতে ২৭ রানে ৫ উইকেট নেন। এটি ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
নারীদের ক্যাটাগরিতে আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছেন হর্ষিতা মাদাভি। প্রতিভাবান এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার সম্প্রতি তার ফর্ম অব্যাহত রেখেছেন। জুলাইয়ের শেষ দিকে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন।
পরের মাসেও তিনি সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজে টেনে নিয়ে যান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হর্ষিতা ১৭২ রান করেন। দুই ম্যাচ টি-২০ সিরিজে তার ব্যাটে আসে ১৫১ রান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :