AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ মুহূর্তের গোলে পিএসজির জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
শেষ মুহূর্তের গোলে পিএসজির জয়

পার্ক ডি প্রিন্সেসে ইউরোপীয়ান আসরে প্রথমবারের মত খেলতে আসা নতুন দল জিরোনার বিপক্ষে স্বাগতিক পিএসজিকে খুব একটা স্বাচ্ছন্দ্য মনে হয়নি। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় বেশ কয়েক মাস ধরে রিয়াল মাদ্রিদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর শেষ পর্যন্ত তৃতীয় স্থান পায় জিরোনা। পুরো ম্যাচে ভালই প্রতিরোধ গড়ে তুলেছিল নবাগত দলটি। কিন্তু ৯০ মিনিটে ব্রুনো মেনডেসের ক্রসে গোলরক্ষক পাওলো গাজ্জানিগার আত্মঘাতি গোলে জিরোনার কপাল পুড়ে। এই গোলেই ফরাসি চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়। 

ম্যাচ শেষে মেনডেস ক্যানাল প্লাসকে বলেছেন, ‘এটা সত্যিই কঠিন ম্যাচ ছিল। তারা খুবই ভাল খেলেছে। বিশেষ করে বলের উপর তাদের দখল ছিল দুর্দান্ত। গোলটি বেশ বিস্ময়কর ছিল। গোলরক্ষক সেখানে ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই সব পাল্টে গেল।’

গত মৌসুমের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়ে হতাশ হয়েছিল। ক্লাব ব্রুজের বিরুদ্ধে বদলী বেঞ্চ থেকে উঠে আসা ২০ বছর বয়সী ইংলিশ উইঙ্গার জেমি গিটেন্সের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয়ী হয়েছে ডর্টমুন্ড। স্টপেজ টাইমে দলের হয়ে বাকি গোলটি করেছে সেরহু গুইরাসি। এবারের গ্রীষ্মে স্টুটগাট থেকে ডর্টমুন্ডে আসার পর এটাই দলের হয়ে সেরহুর প্রথম গোল। 

গ্লাসগোতে স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন সেল্টিক। এর মাধ্যমে ১৩ বারের প্রচেষ্টায় এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করলো সেল্টিক। ১৭ মিনিটে লিয়াম স্কেলের শক্তিশালী হেডে এগিয়ে গিয়েছির স্বাগতিক সেল্টিক। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুন করেন কিওগো ফুরুহাসি। আর্নে এঙ্গেলস পেনাল্টি থেকে ব্যবধান ৩-০’তে নিয়ে যান। কেভিন উইমার দারুন এক শটে স্লোভাক চ্যাম্পিয়নদের হয়ে এক গোল পরিশোধ করেন। বাছাইপর্বের চার রাউন্ডের বাঁধা পেরিয়ে মূল পর্বে খেলতে এসেছে ব্রাতিসলাভা। ৭০ ও ৮৬ মিনিটে ডেইজেন মায়েডা ও এ্যাডাম ইডাহর আরো দুই গোলে সেল্টিক বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

ম্যাচ শেষে সেল্টিক অধিনায়ক ক্যালুম ম্যাকগ্রেগর বলেছেন, ‘এটা দারুন একটি রাত ছিল। আশা করছি সমর্থকরা দারুনভাবে ম্যাচটি উপভোগ করেছে। কারন খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। উন্নতি ও নিজেদের এগিয়ে নিয়ে যাবার জন্য এই দলটি নিজেদের অন্য এক উচ্চতায় নিয়ে গেছে।  

এবারের আসরে প্রথমবারের মত খেলতে আসা ইতালিয়ান দল বোলোনিয়া ইউক্রেনিয়ান চ্যাম্পিয়ন শাখতার দোনেস্কর সাথে গোলশুন্য ড্র করেছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!