বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর পক্ষ থেকে আয়োজিত বিএফএসএফ মেম্বারস ফুটবল ফেস্টিভ্যাল ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে পাইরেটস অফ যমুনা।শনিবার পল্টনস্থ আউটার স্টেডিয়ামে তিতাস ভাইকিংসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাইরেটস অফ যমুনা। ফাইনালের ও ফেস্টিভ্যালের সেরা খেলোয়াড় পাইরেটস অফ যমুনার তোফায়েল হোসেন তামিম।
এর আগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ২-০ গোলে পদ্মা প্লাটুনের কাছে হেরেছে ডাকাতিয়া কিংস।সকালে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ডাকাতিয়া কিংসকে ১-০ গোলে হারায় পাইরেটস অফ যমুনা। দ্বিতীয় ম্যাচে তিতাস ভাইকিংসের কাছে ২-১ গোলে হারে পদ্মা প্লাটুন।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ এবং বাফুফে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন, ক্রীড়া সংগঠক সাব্বির হোসেন।
এ্যাডভোকেট কনক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিএফএসএফ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিএফএসএফ আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অনুপম বড়ুয়া পান্না, আল- আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক মোঃ ফয়সাল চৌধুরী সুমন সহ আরও অনেকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :