AB Bank
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৫ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে গতকাল (শনিবার) ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় দেশটির গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন। ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে রাজীবের পরিবর্তে খেলতে নেমে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়।

ফিদে মাস্টার নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধি।

গত পরশু রাতে দশম রাউন্ডে প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে।

প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।

ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!