AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্টে শেন ওয়ার্নকে ছুঁলেন অশ্বিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
টেস্টে শেন ওয়ার্নকে ছুঁলেন অশ্বিন

লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্ন তার লেগস্পিন জাদুতে ১৪৫ ম্যাচ খেলে মোট ৩৭ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজের ১০১তম টেস্টে কিংবদন্তি লেগস্পিনারকে স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন।  

টেস্টে এক ইনিংসে সর্বাধিক ৫ উইকেট শিকারে শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরনের ধারের কাছেও অবশ্য কেউ নেই। সাবেক লঙ্কান ক্রিকেটার ১৩৩ টেস্টে এমনটি ৬৭ বার করেছিলেন। ওয়ার্ন ও অশ্বিনের ঠিক পেছনে স্যার রিচার্ড হ্যাডলি। ৮৬ টেস্টের ক্যারিয়ারে সাবেক এই কিউই ক্রিকেটার ৩৫ বার ৫ উইকেট শিকার করেছিলেন। ভারতের অনিল কুম্বলে ১৩২ টেস্টে এমনটি করেছিলেন ৩৫ বার।

অশ্বিনের সামনে রয়েছে আরেকটি অর্জনের হাতছানি। চেন্নাইতে চতুর্থবারের মতো তিনি একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট দখল করেন। সর্বোচ্চ পাঁচবার এই কীর্তি গড়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম। তাকে ছুঁতে এমন কাণ্ড ভারতীয় ডানহাতি অফব্রেক বোলারদের আরেকবার ঘটালেই হবে।  স্যার গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ, জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজা এই কীর্তি দুইবার করেছেন।

চতুর্থ ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে অশ্বিন ১০০ উইকেট দখলের দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন। টেস্টের শেষ ইনিংসে তার উইকেট সংখ্যা ৯৯, অনিল কুম্বলে পেয়েছিলেন ৯৪ উইকেট।  


একুশে সংবাদ/ এস কে

Link copied!