২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব জমে উঠেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের যেমন এখন অনিশ্চিত তেমনি আর্জেন্টিনা আবার এগিয়ে রয়েছে সবার চেয়ে। এখন পর্যন্ত টেবিলের শীর্ষে থাকা আলবিসেলেস্তেরা আগামী অক্টোবরে দুটি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, আকাশী-নীলদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া।
আগামী ১০ অক্টোবর এস্তাদিও মনুমেন্টাল ডি মাতুরিনে অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৬ অক্টোবর ভোর ৬টায় বলিভিয়াকে আতিথেয়তা দিবে বিশ্বচ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৬ ও উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। চারে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১১।
নেইমার-ভিনিদের ব্রাজিল ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ষষ্ঠ স্থানে ভেনেজুয়েলা। প্যারাগুয়ে ও বলিভিয়ার পয়েন্ট সমান ৯ পেলেও গোল পার্থক্যে সপ্তম ও অষ্টম স্থানে প্যারাগুয়ে এবং বলিভিয়া।
মোট ১০টি দল লাতিন অঞ্চলের বাছাইয়ে অংশ নিচ্ছে। টেবিলের শীর্ষ ছয় দল ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। সপ্তম স্থানে থাকা দলটি প্লে অফ খেলে ফুটবলের বিশ্ব আসরে যাওয়ার লড়াইয়ে নামবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :