AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন: নাহিদা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৫৫ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
বিশ্বকাপ নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন: নাহিদা

এবারের নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গড়াবে আসন্ন এই বিশ্বকাপ। বিশ্বকাপকে সমানে রেখে মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলন শুরু করেছেন টাইগ্রেসরা। 

অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদা আক্তার। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‍‍`আলহামদুলিল্লাহ, আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি। আশা করছি মেইন ম্যাচে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।‍‍`

নাহিদা আরো বলেন, ‍‍`আমরা বলব যে, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো ছন্দে আছে, বোলাররাও ছন্দে আছে। অবশ্যই (ভালো কিছুর) প্রত্যাশা করছি আমরা চেষ্টা করব ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাবো।‍‍`

অনুশীলন নিয়ে নাহিদা বলেন, ‍‍`পরিবর্তন নিয়ে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। আমাদের কোন জায়গায় আরো উন্নতি করতে হবে সেটা নিয়ে কাজ করছি। ফ্লাডলাইটে অনুশীলন আছে আমাদের, চেষ্টা করব যাতে আমরা সেটা মেইন ম্যাচে কাজে লাগাতে পারি।‍‍`

ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে না পেরে কিছুটা আক্ষেপ রয়েছে নাহিদার, ‍‍`আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা তো আশা করেছিলাম আমাদের দেশেই বিশ্বকাপটা যেন হয় এটা সব খেলোয়াড়েরাই চায়।‍‍`

তিনি যোগ করেন, ‍‍`আপনারা অবশ্যই চান এটা আমাদের দেশে হোক। এখন যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, চলে গেছে। আমরা চেষ্টা করব। এর আগে আবু ধাবিতে আমরা ম্যাচ খেলেছি। আমি যতটুকু জানি ওখানকার উইকেট একই রকম হয়। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।‍‍`

একুশে সংবাদ/ এস কে

Link copied!