সংস্কারের ছোঁয়া লাগছে ম্যানচেস্টার ইউনাইটেডে। ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড ভেঙে প্রায় দুই বিলিয়ন পাউন্ড খরচায় তৈরি হবে এক লাখ আসনের নতুন স্টেডিয়াম। উন্নয়ন পরিকল্পনায় আছে স্টেডিয়ামের আশপাশের এলাকাও। যেখানে থাকবে অ্যাপর্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন।
থিয়েটার অব ড্রিম। যে সবুজ গালিচা ফুটবল পায়ে মাতিয়ে গেছেন ববি চার্লটন, এরিক কাঁতোয়া, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলার।
স্টেডিয়ামটি ভেঙে প্রায় দুই বিলিয়ন পাউন্ড খরচায় তৈরি হবে এক লাখ আসনের নতুন স্টেডিয়াম। এখানেই শেষ নয়, উন্নয়ন পরিকল্পনায় আছে স্টেডিয়ামের আশপাশের এলাকাও। যেখানে থাকবে অ্যাপর্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন।
বহু রোমাঞ্চের সাক্ষী ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম এবার ভাঙ্গতে চলেছে। দুইশো কোটি পাউন্ড ব্যয়ে নতুন রূপে গড়ে ওঠবে ওল্ড ট্র্যাফোর্ড। ৭৪ হাজার থেকে বেড়ে এর আসন সংখ্যা হবে এক লাখ।
উচ্চাভিলাষী এই পরিকল্পনা এগিয়ে নিতে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে নগর কর্তৃপক্ষ। নকশার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ফার্ম ফস্টার প্লাস প্যাটার্নসকে।
ইউনাইটেডের সংস্কার কাজ প্রভাব ফেলতে পারে ইংল্যান্ডের অর্থনীতিতেও। বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনোমিক্সের মতে, নতুন প্রকল্প বাস্তবায়ন হলে তৈরি হবে নতুন ৯২ হাজার চাকরির সুযোগ। গড়ে উঠবে ১৭ হাজার নতুন ঘর-বাড়ি।
এর ফলে প্রতি বছর বাড়তি প্রায় ১৮ লাখ পর্যটক পাবে ম্যানচেস্টার। তবে ক্লাব কর্তৃপক্ষের আশা সত্বেও প্রকল্পে ইংল্যান্ড সরকারের কোন আর্থিক সহায়তা পাবে না ম্যানচেস্টার ইউনাইটেড। বিষয়টি জানিয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহাম।
নতুন রূপে ঢেলে সাজানোর পর কি ইংলিশ ফুটবলে হারানো জৌলুস ফিরে পাবে ম্যানচেস্টার ইউনাইটেড? নাকি আরও বাড়বে তাদের দীর্ঘশ্বাস? সময়ই বলে দেবে এর উত্তর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :