কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। গতকাল (২৪ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলের এই জয়ে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।
এই ম্যাচ দিয়েই অবশেষে ম্যানচেস্টার সিটির জার্সিতে গোলের দেখা পেয়েছেন ম্যাথিউস নুনেজ। এর আগে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৩৩ ম্যাচ খেললেও স্কোরশিটে নাম তুলতে পারেননি পর্তুগালের এই ফুটবলার।
অবশেষে গত রাতে ওয়াটফোর্ডের বিপক্ষে গোল পেয়েছেন নুনেজ। ম্যাচের ৩৮ মিনিটে রিবো লুইসের অ্যাসিস্টে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান তিনি। এর আগে ম্যাচের ৫ মিনিটেই লিড পায় ম্যানচেস্টার সিটি।
জ্যাক গ্রিলিশের অ্যাসিস্ট থেকে গোলবারের বাঁ পাশ দিয়ে বল জালে জড়ান বেলজিয়ান তারকা ডকু। ম্যাচের শেষ দিকে গোল করে বসে অতিথিরা। ৮৬ মিনিটে ব্যবধান কমান ওয়াটফোর্ডের টম ইনসি।
গত মৌসুমে ৭১ মিলিয়ন ডলারের বিনিময়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে সিটিতে যোগ দেন ম্যাথিউস নুনেজ। তবে গতকাল ওয়াটফোর্ডের বিপক্ষে দারুণ এক গোল করে সবার নজরে আসেন এই ফুটবলার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :