ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করেছিল। কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির সদস্য হয়েও বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত বুলবুলকে সরানোর সিদ্ধান্ত আসে।
বাফুফে নির্বাচন ঘিরে একটি সভায় যোগ দিয়েছিলেন মহিউদ্দিন। এ ঘটনায় সপ্তাহখানেক আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়। নোটিশে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এবার তাকে অব্যাহতি প্রদান করা হলো।
গত ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল। বর্তমানে কমিটিতে রয়েছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা (সার্চ কমিটির আহ্বায়ক) সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার (এমএম কায়সার)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :